নগর গোয়েন্দা পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে মামলা

দুই লাখ টাকা না পেয়ে মাদক মামলা দেওয়ার অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

দুই লাখ টাকা চেয়ে না পেয়ে এক যুবকের বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছে এমন অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। তারা হলেন নগর গোয়েন্দা পুলিশের (বন্দর জোন) এসআই মো. মহসিন ও এএসআই মো. আজাদ। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে ওই যুবকের খালাতো বোন সাবিনা আক্তার বাদী হয়ে নালিশি মামলাটি দায়ের করেন। আদালতের বেঞ্চ সহকারী শফিউল আজম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাদীর জবানবন্দি নিয়ে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়, গত ২২ জুলাই জাকিরকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গেছে জানতে পেরে বাদী নগরীর মনসুরাবাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছুটে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেনজাকিরের কাছে থেকে তিন হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। অভিযুক্তরা বাদীকে বলেন১ লাখ টাকা দিলে ৪০০/৫০০ পিস ইয়াবা দিয়ে জাকিরের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। আর ২ লাখ টাকা দিলে একেবারে তাকে ছেড়ে দেওয়া হবে। যা দেওয়া বাদীর পক্ষে সম্ভব না হওয়ায় জাকির হোসেনের বিরুদ্ধে ৪০০ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে গত ২৩ জুলাই মাদক আইনে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়। ধরে নিয়ে যাওয়ার পর জাকির হোসেনকে মারধর করা হয় বলেও বাদী মামলার আরজিতে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধকাকে ভোট দেবেন, সিদ্ধান্ত নেননি ৪৯% মানুষ : বিআইজিডির জরিপ
পরবর্তী নিবন্ধকেবিনের তাপমাত্রা অতিরিক্ত, উড্ডয়নের পর চট্টগ্রামগামী বিমান ফিরল ঢাকায়