গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মহানগর ও চট্টগ্রাম জেলায় মোট ৩ লাখ ১৪ হাজার ৬৬১ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। যা টিকাগ্রহণে আগ্রহী মোট নিবন্ধনকারীর ৭৪ ভাগ। গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ৪ লাখ ২২ হাজার ৪২২ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী- মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ১০ হাজার ৮৫৬ জন টিকাগ্রহণ করেছেন। গতকাল টিকাগ্রহীতাদের মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৬ হাজার ৪৮৪ জন টিকা নিয়েছেন বলে জানান চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। আর ১৪ উপজেলায় ৪ হাজার ৩৭২ জন টিকা নিয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে, মহানগরসহ জেলায় গতকাল পর্যন্ত মোট টিকাগ্রহীতা ৩ লাখ ১৪ হাজার ৬৬১ জনের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ৬০৩ জন পুরুষ ও ১ লাখ ২৫ হাজার ৫৮ জন মহিলা টিকা নিয়েছেন। আর মোট টিকাগ্রহীতার মধ্যে মহানগরে ১ লাখ ৬৩ হাজার ৮৯০ জন এবং উপজেলা পর্যায়ে ১ লাখ ৫০ হাজার ৭৭১ জন টিকা নিয়েছেন। টিকাদানের ক্ষেত্রেও অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
২৪ ঘন্টায় নিবন্ধন সাড়ে ৫ হাজার :
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী- চট্টগ্রামে টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা এরইমধ্যে ৪ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ৪ লাখ ২২ হাজার ৪২২ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। আর শেষ ২৪ ঘন্টায় নিবন্ধন করেছেন ৫ হাজার ৬০৭ জন। নিবন্ধনকৃতদের মধ্যে গতকাল পর্যন্ত টিকাগ্রহণ করেছেন ৩ লাখ ১৪ হাজার ৬৬১ জন। হিসেবে চট্টগ্রামে মোট নিবন্ধনধারীর ৭৪ ভাগ এরইমধ্যে টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন- চট্টগ্রামে নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩১ হাজার ৬৭৫ জন। আর উপজেলা পর্যায়ে ১ লাখ ৯০ হাজার ৭৪৭ জন নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, সারাদেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয়েছে চট্টগ্রামেও। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয় চট্টগ্রামে। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে গড়ে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ নেন। তবে বেশ কয়দিন ধরে দৈনিক টিকাগ্রহীতার সংখ্যা কমে ১০-১৫ হাজারের মধ্যে নেমেছে।