নকল স্বর্ণ দিয়ে প্রতারণা, দুইজন আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:০০ পূর্বাহ্ণ

আসল স্বর্ণ বিক্রির কথা বলে নকল স্বর্ণ গছিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণার সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মূল গেটের সামনে থেকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়। আটক দুইজন হলেন- মো. শফিউল আজিম (৩৮) ও মো. ইউনুস (৫৮)।
আটকের তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, এই দু’জন আসল স্বর্ণ বলে প্রতারণার মাধ্যমে রোগীর স্বজনদের নকল স্বর্ণ গছিয়ে দিচ্ছিল। এসময় দুই জনকে হাতেনাতে আটক করা হয়। বেশ কিছুদিন ধরে এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছিল জানিয়ে জহিরুল হক বলেন, শেষমেষ তাদের আটক করতে সমর্থ হয়েছি। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। আটককৃতদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকত ভোট পেলেন আরো দুই প্রেসিডেন্ট প্রার্থী
পরবর্তী নিবন্ধপটিয়ায় স্কুল ছাত্রীকে টেক্সিতে তুলে শ্লীলতাহানির চেষ্টা