নওজোয়ানকে হারিয়ে জয়ে ফিরলো রাইজিং স্টার

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৫:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ে ফিরেছে রাইজিং স্টার ক্লাব। গতকাল শুক্রবার অনুষ্ঠিত খেলায় রাইজিং স্টার ২৮ রানে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। রাইজিং স্টার এর আগের খেলায় পাইরেটসের কাছে পরাজিত হয়েছিল। চার খেলা শেষে তারা তিন খেলায় জয় পেয়েছে এবং একটি খেলায় হার মেনেছে। তাদের পয়েন্ট ৯। অন্যদিকে আগ্রাবাদ নওজোয়ান আগের দুটি খেলায় পর পর জয় পেয়েছিল। চার খেলায় তারা ২টিতে জয় এবং ২টিতে পরাজিত হয়েছে। নওজোয়ান ৬ পয়েন্ট পেয়েছে।

গতকাল সকালে বৃষ্টির কারণে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ দু’দলের খেলা ৪১ ওভারে নির্ধারণ করা হয়। টসে জিতে রাইজিং স্টার ক্লাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে দ্রুত দুটি উইকেটের পতন ঘটলেও এরপরের ব্যাটারদের ব্যাটিং দলকে আড়াইশত রানের ইনিংস দাঁড় করতে সাহায্য করে। তৃতীয় উইকেট জুটিতে আসাদুর রহমান এবং হৃদয় ইসলাম ৮৭ রান যোগ করেন। দলীয় ১০১ রানে হৃদয় ব্যক্তিগত ৫৩ রানে আউট হয়ে যান। ৬৪ বলে এ রান তুলতে ৭টি চার এবকং ১টি ছক্কা হাঁকান তিনি। হৃদয় আউট হওয়ার পরপরেই বিদায় নেন আসাদুরও। তিনি ৩৫ রান করেন। এ দু’জনের বিদায়ের পর মাহফুজুল ইসলাম এবং আশরাফুল করিম রিফাত ৫ম উইকেট জুটিতে ১৪৬ রান সংগ্রহ করেন। দু’জনের দুই অর্ধশতকে দলীয় রান সংখ্যা ২৫১ তে উন্নীত হয়। মাহফুজুল ৫২ রানে অপরাজিত ৬৫ রান করেন। ৬টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। আশরাফুল ছিলেন আরো মারমুখি। ৬০ বলে অপরাজিত ৮১ রান করেন তিনি ৭টি চার এবং ৪টি ছক্কা মেরে। অতিরিক্ত রান হয় ১৪ রান।

আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের পক্ষে ইফতেখার সাজ্জাদ রবিন ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন ইকবাল মাহমুদ এবং মাজহারুল ইসলাম।

জবাব দিতে নেমে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব কুলিয়ে উঠতে পারেনি। নির্ধারিত ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ২১৯ রান তুলতে পারে। ওপেনার আবদুল্লাহ ওমর হিমেলের ৬৭ রান এবং ইফতেখার হোসেন ইফতির ৮৯ রান দলকে জয় এনে দিতে পারেনি। এ দু’জন তৃতীয় উইকেট জুটিতে ১৩৪ রান সংগ্রহ করেন। এরপর হিমেল ৬৭ রানে আউট হয়ে গেলেও ইফতেখার লড়াই করছিলেন। দলীয় ১৯২ রানে ইফতেখার নিজের ৭৯ বলে ৮৯ রানের ইনিংস থামাতে বাধ্য হন মাহফুজুলের বলে আলভির হাতে ক্যাচ হয়ে। তিনি ৬টি চার এবং ৪টি ছয় হাঁকান। হিমেলইফতেখারের পর বাকিরা দলকে জয়ের মুখে নিয়ে যেতে পারেননি। আবুল হাশেম রাজা ১৮ রানে অপরাজিত থাকেন। মিনহাজ উদ্দিন করেন ১৩ রান। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। রাইজিং ষ্টার ক্লাবের পক্ষে আশরাফুল হাসান এবং মাহফুজুল ইসলাম ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান সজীবুল আলম। আজকের খেলা: ফ্রেন্ডস ক্লাব বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধ২ হাজার রানের ক্লাবে দ্রুততম সৌম্য
পরবর্তী নিবন্ধ১০ বারের দ্রুততম মানবী ফিরোজা পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার