নওগাঁর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের ছাত্রলীগ নেতা আটক

| শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

নওগাঁর মহাদেবপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আব্দুল্লাহ আল আহসান (২৪) নামে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় মহাদেবপুর থানা পুলিশ উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করে।

আটক আহসান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার নুরুল ইসলামের ছেলে। খবর বাংলানিউজের।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর আব্দুল্লাহ আল আহসানের নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ভোরে সীমান্ত দিয়ে পালানোর কথা ছিল তার। খবর পেয়ে বিজিবি এবং পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাতুর ইউনিয়নের দেওপাড়া থেকে তাকে আটক করে।

ওসি আরও জানান, দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুবাইগামী দুই যাত্রীর লাগেজে দিরহাম, পরে এনডোর্স করিয়ে যাবার অনুমতি
পরবর্তী নিবন্ধনগরীর যানজট সহনীয় পর্যায়ে আসবে আগামী সপ্তাহে