নওগাঁ ও যশোরে ডাকাতি করে চট্টগ্রামে আত্মগোপন, গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৯:১৭ পূর্বাহ্ণ

নওগাঁ ও যশোর জেলার কৈশবপুর থানার ডাকাতি মামলার সন্ধিগ্ধ দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গ্রেপ্তারকৃতরা হলোকুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার চান্দল গজারিয়া থানার জাহাঙ্গীর আলম ভূইয়ার ছেলে মো. রিয়াদ ইয়াসার ভূইয়া (৩২) ও কর্ণফুলী থানার জুলধা এলাকার দানা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন (৩৭)। তারা নওগাঁ ও যশোরে ডাকাতি করে চট্টগ্রামে আত্মগোপন করেছিলেন।

র‌্যাব জানায়, গত বুধবার বিকেলে যশোরের কেশবপুর থানার ডাকাতি মামলার আসামি মোহাম্মদ মামুনকে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ফকিরের টেক মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে নওগাঁ জেলার মহাদেবপুর থানা এলাকার ডাকাতি মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি রিয়াদ ইয়াসার ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএক অভিযোগে হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন
পরবর্তী নিবন্ধ৫ ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা কমানোর সিদ্ধান্ত