ধোপাছড়ি বাজারে আগুন, পুড়ল ঈদের মজুদ পণ্য

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

চন্দনাইশের ধোপাছড়ি বাজারে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। গতকাল সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, সেহেরির পর সকালে বাজারে মানুষ ছিল না। এ সময় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের উত্তর পাশের ১২টি দোকান পুড়ে যায়। স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া বেশ কিছু দোকানে ঈদের মাল মজুদ ছিল। আগুনে কমপক্ষে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন মো. রেজাউল, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, মো. হারুন, মোস্তাফিজুর রহমান, মো. রফিক, বাদশা মিয়া, আবু খান, মো. রশিদ, মো. করিম সওদাগর ও আহমদ হোসেন। এছাড়া অগ্নিকাণ্ডের সময় মাল উদ্ধার করতে গিয়ে আবদুল হালিমসহ বেশ কয়েকজনের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে চন্দনাইশ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে ধোপাছড়ি ইউনিয়ন দুর্গম এলাকা হওয়ায় সেখানে যথাসময়ে হাজির হতে পারেনি দমকল বাহিনীর সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধবৈঠকে মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দ্বিতীয় ডোজ নিলেন আরও ১৪ হাজার মানুষ