চন্দনাইশের দুর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নে এবার ব্যক্তিগত বাগান থেকে ১০টি সেগুন গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তের দল। গত সোমবার রাতে ইউনিয়নের রেকঘাটা নামক এলাকায় মোস্তাক আহমদের বাগান থেকে গাছগুলো কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে তিনি সাঙ্গু ও ধোপাছড়ি বিট অফিসারকে মৌখিকভাবে জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত মোস্তাক আহমদ জানান, ধোপাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড সাঙ্গু বনবিট অফিসের পার্শ্ববর্তী রেকঘাটা নামক এলাকায় তার ব্যক্তিগত জমিতে সেগুন গাছের বাগান রয়েছে। সোমবার রাতে এলাকার চিহ্নিত কিছু ব্যক্তি তার বাগান থেকে ১০টি বড় সেগুন গাছ কেটে রাতেই গাড়ি করে নিয়ে যায়। নিয়ে যাওয়া ১০টি গাছের (২০০ সিএফটি) মূল্য কমপক্ষে ২ লাখ টাকা হবে বলে জানিয়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, সোমবার রাতে ব্যক্তিগত বাগান থেকে সেগুন গাছ কেটে নেয়ার বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ঘটেছে বলে মনে করছেন তারা। স্থানীয়রা আরো জানান, সমপ্রতি গাছ চোর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। প্রায় প্রতি রাতেই ধোপাছড়ির সংরক্ষিত বনাঞ্চল থেকে সেগুন গাছ কেটে পাচার করছে। গত রবিবার সেগুন গাছ কেটে পাচার করার সময় দোহাজারী দিয়াকুল এলাকা থেকে ৬ টুকরো (৩৫ সিএফটি) সেগুন গাছ জব্দ করে বনবিভাগ। এব্যাপারে বনবিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সাঙ্গু ও ধোপাছড়ি বনবিট অফিসার সুদত্ত চাকমা জানান, রেকঘাটা এলাকা থেকে যে সেগুন গাছ কাটা হয়েছে তা বনবিভাগের নয়, ব্যক্তিগত বাগান। যেহেতু রিজার্ভ এলাকা তাই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। গাছ চোর সিন্ডিকেটকে প্রতিরোধে বনবিভাগ সজাগ রয়েছে বলেও জানান তিনি।