ধোপাছড়িতে প্রবাসীকে ছুরিকাঘাতের অভিযোগ

চাঁদা দাবি

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

চন্দনাইশে চাঁদার দাবিতে মো. দেলোয়ার হোসেন নামে এক প্রবাসীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্ঘম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নের শঙ্খকুল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত দেলোয়ার হোসেন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড শঙ্খকুল এলাকার মৃত আলী হোসেনের ছেলে প্রবাসী দেলোয়ার হোসেন বিগত দেড় মাস আগে প্রবাস থেকে দেশে আসেন। দেশে এসে তাদের পাকা বাড়ির দ্বিতীয় তলার কাজ শুরু করেন। কিন্তু এলাকার একটি গ্রুপ তার কাছ থেকে বিপুল অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ইতিমধ্যে তাকে বেশ কয়েকবার মারধরেরও চেষ্টা চালায়। সর্বশেষ গতকাল সোমবার সকালে তিনি মোটর সাইকেলযোগে বাড়ি আসার সময় প্রতিপক্ষের লোকজন তাকে মোটর সাইকেল থেকে নামিয়ে ছুরিকাঘাত ও মারধর শুরু করে। এসময় রক্তাক্ত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান বলেন, ধোপাছড়িতে এক ব্যক্তিকে মারধর করে আহত করার খবর পেয়েছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকেশুয়া উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে