ধুরুং খাল ফটিকছড়ির কাঞ্চননগর মানিকপুর অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ধুরুং খালে ডলু পাড়া ঘাট এলাকায় বাঁধের ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে এ জায়গা থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন। জানা গেছে, ধুরুং খালে গত ১ সপ্তাহ ধরে পানি বেড়েছে। পানি বৃদ্ধির ফলে এমনিতেই খালের তীরে ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে বালু ব্যবসায়ীরা অবাধে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করায় খালের বাঁধ ভেঙে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে ওই এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট। সরেজমিনে দেখা যায়, ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ডলু পাড়া ঘাট এলাকায় ড্রেজার মেশিন দিয়ে যত্রতত্র ভাবে বালি উত্তোলন করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, এ এলাকা থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করে নিয়ে আসা হয়েছে। আমরা ইজারাদারকে পায়নি। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন– ইজারার নিয়ম অনুযায়ী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং খালের কোন ক্ষতি করে বালি উত্তোলন করা যাবে না। কিন্তু ওই এলাকায় ইজারার নিয়ম ভেঙে ড্রেজার মেশিন এবং খালের বাঁধের ক্ষতি করে বালি উত্তোলন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।