যে ফুল ফুটেইনি এখনো
কেন কাড়লে ওদের প্রাণ?
ধিক্ বিধাতা সহস্র ধিক্
আর্তে নাকি করো পরিত্রাণ?
সৌরভ ছড়াবে বিশ্বময়
প্রস্ফুটিত হবে তপোবনে,
চোখের পলকে কেড়ে নিলে
জীবন দীপ অতি গোপনে!
সন্তান হারা মায়ের বুকে
জ্বলছে আগুন দাউ দাউ,
সেই আগুন নেভাতে পারে
এমন নদী আছে কোথাও?
উড়ালো কেন এমন বিমান
চালকের প্রাণ নিলো কেড়ে,
এ দায় কি কেউই নেবে না
ওরা থাকবে চেয়ার গেড়ে?
মৃত্যুকূপে দাঁড়িয়ে শিশুরা
জানালো বাঁচবার আকুতি,
ঝাঁপিয়ে পড়েন অগ্নিকুণ্ডে
মেহেরীন ম্যাম দেন আহুতি!