আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯২ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। গতকাল সোমবার সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এই তথ্য জানান।
তিনি বলেন, এই প্রার্থীদের মধ্যে ৮৫ জনের ইতোপূর্বে সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, তারা জনগণের সেবা করেছেন, জনগণের পাশে থেকেছেন। বিএনপি এবারের প্রার্থীদের মধ্যে ১৯ জন ইতোপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন জানিয়ে মুখপাত্র বলেন, রাষ্ট্র পরিচালনায় এই অতীত অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা গণমানুষের দল বিএনপিকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও বিএনপির প্রার্থীদের সক্রিয়তা রয়েছে। ২৩৭ জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন। খবর বিডিনিউজের।
গুমের শিকার প্রার্থীদের মনোনয়ন : মাহদী আমিন বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি গুম–খুন নিপীড়ন হামলা–মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে যে দলটি, সেটি বিএনপি। স্বাভাবিকভাবেই বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে ফ্যাসিস্ট দ্বারা সবচেয়ে বেশি যারা নির্যাতিত হয়েছেন, উনাদের আধিক্য রয়েছে। বিগত স্বৈরাচারী শাসনামলে গুম হওয়াদের মধ্যে রয়েছেন তিনজন প্রার্থী।












