কর্ণফুলীতে মুহাম্মদ শাকিল (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মোহাম্মদ আলী সড়কের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। শাকিল শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ নাজিমের ছেলে। শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
কর্ণফুলী থানার উপ পরিদর্শক আওরঙ্গ জেব জানান, সকালে বিলের মধ্যে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, উদ্ধার কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।