ধান বাঁচানোর জন্য কৃষকের পাতা ফাঁদে পড়ে হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৮:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ধান বাঁচাতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে পা দিয়ে মারা গেছে একটি হাতি। হাতিটির আনুমানিক বয়স ৮ বছর। তবে মৃত্যুর কারণ স্পষ্ট করছে না বন বিভাগ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে হাতিটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারোয়ার আলম।

তিনি জানান- মঙ্গলবার ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রহিমের ঘোনা এলাকায় হাতিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মারা গেছে সেটা এখন স্পষ্ট নয়। এটি মাঝারি হাতি। ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। তারপর বিস্তারিত বলা যাবে।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন- ধান বাঁচাতে কৃষক রহিম মিয়া বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে সেই ফাঁদে পড়ে হাতির চারটি হাতির দল। সেখান থেকে এ হাতিটি ফাঁদে পড়ে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বসতঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি
পরবর্তী নিবন্ধউপকূলে আছড়ে পড়ছে ‘হামুন’ (লাইভ আপডেট দেখুন)