দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনায় সারাদেশ ব্যাপী কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়া কর্মসূচির অংশ হিসেবে বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর, সহ–সভাপতি তৌহিদুল আলম, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু, বোয়ালখালী উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবির, কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু, মোহাম্মদ পারভেজ, সাইদুল আলম, রফিক উদ্দিন, মো. ইব্রাহিম, আবু জাহেদ, আবু সিদ্দিক তালুকদার, আবদুল মোনাফ মহিন, আরিফুল হাসান রুবেল, সরওয়ার আলম, কোরবান আলি গিয়াস উদ্দিন সুমন, ফৌজুল মুবিন, যিশু মেম্বার, রোকন, রাসেল, বাপ্পি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।