সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে মো. খোকন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি। গতকাল র্যাব তাঁকে বাড়বকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গত ১৫ জুলাই বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। ওই ঘটনার ভিডিও ধারণ করা হয়। কিছুদিন পর ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবার ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি তার মাকে জানায়। ৫ অক্টোবর ওই ছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে ধর্ষণের মামলা করেন। মামলায় মো. খোকন, ইব্রাহিম, সাগর ও মুন্নাকে আসামি করা হয়।
র্যাব জানায়, খোকনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।