ধর্ষকের বিচারের দাবিতে বান্দরবানে মৌন মিছিল-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার আসুন রুখে দাড়াই, ঐক্যবদ্ধ হই, নির্যাতিতাদের কান্না আর নয় প্রতিপাদ্য বিষয় নিয়ে বান্দরবানে সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনসহ সারা দেশে ধর্ষণ এবং নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শহরে মৌন মিছিল করেছে বিভিন্ন স্তরের নারী পুরুষেরা।
মিছিলটি মধ্যমপাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মীরা। এসময় মহিলা নেত্রী সুচিত্রা তঞ্চঙ্গ্যা, মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী, সাংস্কৃতিক নেত্রী শিরিন খানম, আইনজীবী সারা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, বিচার হয় না বলেই ধর্ষণ ও নারী নির্যাতন বাড়ছে। প্রধানমন্ত্রীর উচিত কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা।