ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

বান্দরবানের লামায় পাহাড়ি এক নারীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বান্দরবান প্রেসক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজ ও উইমেন এক্টিভিষ্ট ফোরামের উদ্যোগে লামা উপজেলায় ফাসিয়াখালী ইউনিয়নে মারমা নারী ধর্ষণকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উইমেন এক্টিভিষ্ট ফোরামের কর্মীরা অংশ নেয়। এরআগে নারী ধর্ষণের প্রতিবাদে রাজবাড়ি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাধবী মারমা, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল সভাপতি উহ্লাচিং মারমা, উইমেন এক্টিভিষ্ট ফোরামের উসিংম্যা মারমা, বান্দরবান উইমেন এক্টিভিষ্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক পাউসিং ম্রো, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ফোরামের সাধারন সম্পাদক বিটন তঞ্চঙ্গ্যা, ম্রো স্টুডেন্ট ফোরামের সভাপতি চ্যংলক ম্রো প্রমুখ।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, গত মাসের ২৪ ফেব্রুয়ারি লামার ফাসিয়াখালী এলাকার এক বিধবা পাহাড়ী নারী জুমে কাজ করতে গেলে কায়সার নামে স্থানীয় এক যুবক ঐ নারীকে মারধর ও ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনায় ২৫ ফেব্রুয়ারী লামা থানায় ধর্ষিতা বাদী হয়ে কায়সারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ ও হরিণের জন্য নতুন খাঁচা
পরবর্তী নিবন্ধসিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের আলোচনা সভা