ধর্ষণের প্রতিবাদে চবিতে বিক্ষোভ সমাবেশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে এ বিক্ষোভ শুরু হয়। এরপর ছাত্রীহলগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চবি শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, এই ইন্টেরিম সরকার আমাদের রক্তের ওপর দিয়ে এসেছে। কিন্তু এই সরকার নৈরাজ্য ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারছে না। দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। এই সরকারকে অবশ্যই সব ধর্ষণের ঘটনার বিচার করতে হবে।

চবি শিক্ষার্থী তিথি বলেন, আজকে বাংলাদেশে ৬ মাসের কন্যা সন্তান থেকে শুরু করে ৭০ বছরের নারী পর্যন্ত নিরাপদ না। ধর্ষকের বিরুদ্ধে একটাই দাবি তার মৃত্যুদণ্ড।

খান তালাত মাহমুদ রাফি বলেন, বর্তমানে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি ৮ বছরের ছোট শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের ফাঁসির শাস্তি চাই।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
পরবর্তী নিবন্ধপটিয়ায় শর্ট সার্কিটের আগুনে নিঃস্ব ২২ জেলে পরিবার