ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের মশাল মিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ৮:১০ অপরাহ্ণ

সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে খাগড়াছড়িতে মশাল মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।

বুধবার সন্ধ্যায় জেলা সদরের মহাজন পাড়া থেকে মশাল মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। শাপলা চত্বর ঘুরে চেঙ্গী স্কয়ারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ক্রমাগত ধর্ষণের ঘটনা ঘটছে। নারী, শিশুরা আজ চরম অনিরাপত্তায় ভুগছে। আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ায় নারীর উপর নিপীড়নের ঘটনা অব্যাহতভাবে বেড়েছে। এই অবস্থায় নারী উপর যৌন নিপীড়ন বন্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। একই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করতে হবে। পাহাড় ও সমতল কোথাও নারীরা নিরাপত্তা পাচ্ছে না। ”

এসময় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সদস্য নৈতিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক, সুভাষ চাকমা, পাহাড় ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা ঝিমিট। বিক্ষোভ সমাবেশে করে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মৃনাল চাকমা।

পূর্ববর্তী নিবন্ধওসিকে আসতে বলা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধলামায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে ১ লক্ষ টাকা জরিমানা