এক নারীর করা মামলায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক সঞ্জীব কুমার সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান, শুক্রবার একজন ভুক্তভোগী নারী মামলা করার পর রাতেই সঞ্জীবকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সঞ্জীব বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের উপপরিচালক। তার বাড়ি ময়মনসিংহের আর কে মিশন রোডে। ঢাকায় তিনি থাকতেন ধানমন্ডি এলাকায়। খবর বিডিনিউজের।
ওসি বলেন, এক নারী সঞ্জীবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তার অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সঞ্জীব। বিয়ের প্রলোভন দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ এবং ভিডিও ধারণ করে রাখেন। সঞ্জীবের প্রতারণার বিষয়টি বুঝতে পারলে ওই নারী তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান। সঞ্জীব তখন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ওই নারীকে ধর্ষণ এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
১৫ আগস্ট সঞ্জীব ওই নারীকে ধানমন্ডির বাসায় ডেকে নিয়ে ‘হত্যার উদ্দেশ্যে’ কাচের বোতল দিয়ে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।