সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সংগঠিত ধর্ষণ ও নারী নির্যাতনের বিচারের দাবিতে নিউমার্কেট মোড়ে গতকাল বিকাল ৪টায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুল সম্পাদক উম্মে হাবিবার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট নগর শাখার সদস্য অরুপ মহাজন, মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা আহ্বায়ক জুবায়ের বীনা, শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আকরাম হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও হল সংলগ্ন এলাকায় দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান খান এবং তার সহযোগিরা। ধর্ষণকাণ্ডে সহযোগিতাকারীরাও ছাত্রলীগেরই উচ্চপদধারী নেতাকর্মী। ক্যাম্পাসে ছাত্রলীগের একক দখলদারিত্ব, হলের রুমগুলো টর্চার সেলে পরিণত করে সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার করা, চাঁদাবাজি, ইভটিজিং, মাদক ব্যবসাসহ নানাবিধ কার্যক্রমের ক্রমাগত ফল স্বরূপ এরকম ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটেছে। সারাদেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার একই ঘটনা ঘটছে।
পাশাপাশি ক্ষমতাসীন সরকার, পুলিশ, প্রশাসনের আশ্রয় প্রশ্রয়ে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। যার উদাহরণ কুমিল্লায় তনু হত্যা, সিলেটের এমসি কলেজে নারী ধর্ষণ, নোয়াখালীর আলোচিত গৃহবধূকে গণধর্ষণসহ অসংখ্য ঘটনা।
১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিক ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল। ছাত্রলীগের কলঙ্কময় ইতিহাসের ধারাবাহিকতা এখনও বিদ্যমান আছে বিশ্ববিদ্যালয়গুলোতে। নেতৃবৃন্দ অবিলম্বে যথাযথ তদন্তের মাধ্যমে এই ধর্ষণকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।