ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করে কারাগারে গৃহবধূ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৩:৫৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে প্রতিবেশীকে ফাঁসাতে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করে কারাগারে গেছেন কনিকা রানী দাশ নামের এক গৃহবধূ। তিনি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন চরশরত এলাকার মগাদিয়ার হীর লাল দাশের স্ত্রী। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে ওই গৃহবধূ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।
ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ৯ নভেম্বর জীবন কৃষ্ণ দাশ নামের একজন পোলট্রি ব্যবসায়ীর বিরুদ্ধে কনিকা মিথ্যা ধর্ষণ মামলাটি করেন। সে মামলায় কনিকার স্বামীসহ পাঁচজনকে সাক্ষী রাখেন। মামলায় ভুয়া মেডিকেল সনদও যুক্ত করা হয়। পরে আদালত বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত করে সত্যতা না পেয়ে গত বছরের ২৭ ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এরই ধারাবাহিকতায় আদালত শুনানি করে মামলাটি খারিজ করে দেন। তিনি আরো বলেন, কনিকার করা মিথ্যা মামলাটি খারিজের পর গত ৭ আগস্ট ভুক্তভোগী জীবন কৃষ্ণ দাশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় কণিকা ও কণিকার স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা মামলা করেন। ১৭ ধারার এ মামলায় আজ (গতকাল) আত্মসমর্পণ করে কণিকা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষে আমরা এর বিরোধীতা করি। একপর্যায়ে আদালত আমাদের উপর সন্তুষ্ট হয়ে তার আবেদনটি নাকচ করে দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধ১১ বছরেও হয়নি অবৈধ স্থাপনা উচ্ছেদ, কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব
পরবর্তী নিবন্ধচুয়েটে দুই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার