ধর্ষণ ও হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করলেন সুমাইয়া

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার দাবি করে বুধবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নারী ফুটবলার সুমাইয়া মাতসুশিমা। এসময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া প্রতিনিধি খালিদ মাহমুদ নওমি। নওমি বলেছেন, ’আমরা সুমাইয়াকে সব রকমের সহযোগিতা করছি। তারই অংশ হিসেবে আজ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ নারী ফুটবলে পিটার বাটলারের সঙ্গে সাফ জয়ী সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব নিয়ে সরগরম দেশের গণমাধ্যম। অনুশীলন বয়কটের পাশাপাশি গণঅবসরের হুমকি দিয়েছেন সাবিনা খাতুনরা। এই অবস্থায় সাফ চ্যাম্পিয়ন খেলোয়াড় জাপানি বংশোদ্ভুত মাতসুশিমা সুমাইয়া আলোচনায় এসেছেন। বেশ কিছুদিন ধরেই নাকি তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুক পোস্টে এসব তিনি জানান। এনিয়ে বাফুফে মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তারা লিখেছে, ‘বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে লক্ষ্য করে দেওয়া হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ফেডারেশন এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। দেশকে প্রতিনিধিত্ব করার জন্য কোনও খেলোয়াড়কে এমন হয়রানির শিকার হতে হবে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উৎসব যুব কাবাডি প্রতিযোগিতা বালকে চ্যাম্পিয়ন বাঁশখালী উপজেলা
পরবর্তী নিবন্ধহারের দায় কাঁধে নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক সোহানের ফেসবুক স্ট্যাটাস