ধর্মের মর্মকথা মেনে চললে সমাজে অশান্তি হবে না

বাঁশখালীতে সংঘরাজের স্মরণসভায় এমপি মুজিব

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

বাঁশখালীর সরলে অবস্থিত কাহারঘোনা মিনজিরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের দুইপর্বে সকাল বেলা সংঘদান স্মৃতিচারণ সভা এবং বিকাল বেলা সংবর্ধনা ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে প্রথম পর্বে সপ্তম সংঘরাজ সদ্ধর্মকীতি অভয়তিষ্য মহাস্থবির, শাসনশ্রী মহাস্থবিরের স্মরণসভা এবং বর্ষাষাটিক সংঘদান অনুষ্ঠিত হয়। উপসংঘরাজ সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাস্থবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম। উদ্বোধনী বক্তব্য রাখেন মৈত্রীজিৎ মহাস্থবির, সদর্মদেশনা করেন বুদ্ধপ্রিয় মহাস্থবির, রতনপ্রিয় স্থবির, জ্ঞানবোধি ভিক্ষু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া। বিকালে দ্বিতীয় পর্বের সংবর্ধনা ও সদ্ধর্ম সভায় সভাপতিত্ব করেন রত্নপ্রিয় মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন মুজিবুর রহমান এমপি।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও আশীর্বাদক ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাস্থবির, সংবর্ধিত অতিথি ছিলেন প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব এস লোকজিৎ মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, আমান উল্লাহ, শিক্ষক বিষু কুমার বড়ুয়া, সুকুমার বড়ুয়া, রাহুল দাশ নয়ন, সুবল বড়ুয়া প্রমুখ। সংবর্ধনা ও স্মরণসভায় প্রধান অতিথি সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, সকল ধর্মের মর্মকথা মেনে চললে সমাজে কোনো অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা হবে না। কাকন বড়ুয়া, সোহেল বড়ুয়া ও নয়ন বড়ুয়ার সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন ফনিন্দ্র লাল বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, মিলন বড়ুয়া, পুলিশ বড়ুয়া, কমল বড়ু্‌য়া, বিকাশ বড়ুয়া, বিমল বড়ুয়া, সাধন বড়ুয়া, বিদর্শন বড়ুয়া, রাসেল বড়ুয়া, প্রমোতোষ বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়ায় আওয়ামী লীগের দোয়া মাহফিল