বাংলাদেশ বৌদ্ধ সমিতি পরিচালিত নগরীর ডিসি হিল সংলগ্ন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসবে বক্তারা বলেছেন, যারা ধর্মের নামে নৈরাজ্য সৃষ্টি করে, জাতির শত্রু। এই অল্প সংখ্যক মানুষ নিজেদের স্বার্থের কারণে আজ মানুষে মানুষে ধর্মে ধর্মে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করছে। এদেরকে প্রতিহত করতে হবে। চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে গতকাল শুক্রবার বক্তারা এসব কথা বলেন।
এতে অতিথি ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথের। আশীর্বাদবাণী প্রদান করেন উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথের। চীবর দান উদ্বোধন করেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন, বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান প্রফেসর বিকিরণ প্রসাদ বড়ুয়া। বক্তব্য দেন, বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া, চীবর দান উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, সাধারণ সম্পাদক ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, ধর্মদেশনা দেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, চবি পালি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের, প্রজ্ঞাজ্যেতি মহাথের, জ্যেতিসেন মহাথের প্রমুখ। ২য় পর্বে সঞ্চালনা করেন স্বপন কুমার বড়ুয়া ও অধ্যাপিকা ববি বড়ুয়া। সকালে প্রথম পর্বের অস্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপত্বি করেন পণ্ডিত স্মৃতিধর শীলানন্দ মহাথের। এ পর্বে প্রধান অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি পণ্ডিত বুদ্ধরুক্ষিত মহাথের। বক্তব্য দেন, এম বোধিমিত্র থের, সুগতশ্রী মহাথের, আর্যপ্রিয় থের, প্রিয়রত্ন থের। স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা দেন অরুণ কুমার বড়ুয়া দেবু ও সরোজ কুমার বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন বৌদ্ধ সমিতি যুবর যুগ্মমহাসচিব সপু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












