কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে। এতে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল এখনো তারা দেশবিরোধী কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকে অসম্মানকারীরা ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী। ধর্মের নামে তারা দেশের হাজার বছরের সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারায় লিপ্ত।
বরকল যুবলীগ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের বরকল যুবলীগের উদ্যোগে উপজেলার বরমা সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বরকল ইউনিয়ন যুবলীগের সভাপতি আনসারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মো. তৌহিদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বলরাম চক্রবর্তী, জাবেদ মোহাম্মদ গাউস মিল্টন, সাইফুল ইসলাম, ফরিদুল আলম চৌধুরী, আবদুর রহিম, এস.এম সালাউদ্দীন, মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, আজিজুল হক আরজু, সিরাজুল ইসলাম চৌধুরী, মো. রাশেদ, জমির উদ্দীন, মুজিবুর রহমান, মো. হোসেন, কামাল উদ্দীন, মো. রবিউল, মো. লোকমান, মো. ফরমান, মো. হাসান প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল গাছবাড়িয়া বরকল (শহিদ মুরিদুল আলম) সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইদিন একটি বিক্ষোভ মিছিল গাছবাড়ীয়া কলেজ গেইট থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন আনিসুল হক মিন্টু, মোহাম্মদ আরমান, মোহাম্মদ হোসাইন, মো. আবিদুল ইসলাম চৌধুরী, ইলিয়াস হোসেন বাবর, মমিনুর রশিদ, আবু শাহাদাত মোহাম্মদ সায়েম, নাঈম উদ্দিন চৌধুরী রাকিব প্রমুখ।
কমার্স কলেজ ছাত্রলীগ : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ। কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি লুৎফুল এহ্ছান শাহ্’র নেতৃত্বে মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে আগ্রাবাদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাহ্ফুজুর রহমান চৌধুরী, নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন ও ফখরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সিনিয়র নেতা ফখরুল রুবেল, মোরশেদ ইমন মেহেদী, জুবায়ের, নাহিদ মুন্না, আরিফুল আলম আলভি, বিল্টু সেন, তারেক রহমান, আলমগীর, আরফাত, সোহাগ, মান শুভ, সাইম, আরিফ, নওশাদ বিন ইব্রাহিম প্রমুখ নেতৃবৃন্দ।
দক্ষিণ জেলা তাঁতী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে চলমান সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি দক্ষিণ জেলা তাঁতী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভা শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নগরীর আন্দরকিল্লাস্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা তাঁতী লীগের আহবায়ক মো. দিদারুল আলম। সংগঠনের সদস্য সচিব পরিমল দেবের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর। বক্তব্য রাখেন মমতাজ উদ্দীন, লেয়াকত আলী, মো. জসিম উদ্দিন, মো. আজিজুল হক আজিজ, ডা. আর.কে দাশ, মো. আনোয়ার হোসেন, মো. মহিউদ্দিন, সুজন চক্রবর্তী, বিকাশ নাথ, নজরুল ইসলাম আনোয়ার, মো. সাইফুল আলম, দিলীপ সুশীল, ইলিয়াস শহিদ, সুলাল শীল, ইয়াছিন আহমদ, আশীষ মিত্র, ছোটন নাথ, তাঁতী লীগ সাতকানিয়া উপজেলার সভাপতি অধ্যাপক সোহরাব হোসেন, ডা. জয়নাল আবেদীন, খালেদ, মনজুরুল ইসলাম মনজু, সালাউদ্দিন চৌধুরী, মোস্তাক, শহিদুল ইসলাম প্রমুখ।
চান্দগাঁও থানা আওয়ামী লীগ : চান্দগাঁও থানা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে বহাদ্দারহাট চত্বরে গতকাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী জহুর আহমদ, আবু তাহের, মহব্বত আলী খান, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, আনসারুল হক, নাজিম উদ্দীন চৌধুরী, আমিনুল হক রঞ্জু, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আশরাফুল আলম, এডভোকেট আইয়ুব খান, নিজাম উদ্দীন নিজু, জসিম উদ্দীন, সাইফুদ্দীন খালেদ সাইফু, খালেদ হোসেন খান মাসুক প্রমুখ।
শ্রমিক লীগ চকবাজার থানা : জাতীয় শ্রমিক লীগ চকবাজার থানা ও ১৬নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে চকবাজার কাপাসগোলার মুখ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জাতীয় শ্রমিক লীগ চকবাজার থানার সভাপতি দেবাশীষ চৌধুরী দেবুর সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগ ১৬নং চকবাজার ওয়ার্ড সভাপতি নাহিদুল ইসলাম জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতেয়ার উদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক রঞ্জু, অ্যাডভোকেট নোমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, আবুল খায়ের বাচ্চু, সুভাষ মল্লিক সবুজ, দেবাশীষ চৌধুরী দেবু, বিপ্লব দে, সিরাজুল ইসলাম সিরাজ, উজ্জ্বল সেন, সাজ্জাদ, মোহাম্মদ সজল, মামুন বড়ুয়া, এনামুল হক, বাবু, মুকুল সেন, নাহিদুল ইসলাম জাবেদ, লোকমান, দিলীপ, কামরুদ্দিন, প্রদীপ আচার্য, জয় দে, লিখন চৌধুরী, শীতল, নয়ন, দিদারুল আলম, আজগর তালুকদার, সালাউদ্দিন, শাহজাহান, রাশেদুল ইসলাম, ফখরুল আলম, দেলোয়ার হোসেন প্রমুখ।
পটিয়া পৌরসভা আওয়ামী লীগ : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়া বাস স্টেশন চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএনএ নাছিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অথিতির বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, আবদুল খালেক, ফজলুল হক আল্লাই, কাউন্সিলর গোফরান রানা, নাছির উদ্দীন (পদ্মা), সরওয়ার হায়দার, নাজিম উদ্দীন পারভেজ, সোহেল নিজামউদ্দীন, সাইফুল্লাহ্ (পলাশ), নুরুল করিম, আবদুল মান্নান, বিশ্বজিত দাশ, মন্জুরুল আলম, শেখ বেলাল, হাবিবুর রহমান সুমন, খলিলুজ্জামান, রুপসী দাশ, সুমন দাশ কার্তিক, সাজ্জাদ সুমন, ওয়াহিদুল্লাহ্ কালু, সরওয়ার কামাল রাজীব, নুর আলম সিদ্দিকী, রফিকুল আলম, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, রফিক হাসান, শাহাদাত হোসেন রানা, নাজিম উদ্দীন নাজু, তারেকুল ইসলাম তারেক, আরাফাতুর রহমান, মন্জুরুল আলম, জিয়াউল হক রুবেল, পারভেজ প্রমুখ।
সিপিবি : উগ্র সাম্প্রদায়িক, ধর্মান্ধ অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহআলম। গতকাল শনিবার নগরীর আন্দরকিল্লা মোড়ে সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ, সাম্প্রদায়িক উস্কানিদাতাদের গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। শাহ আলম বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সমর্থকরা, পরাজিত অপশিক্তই নানা অজুহাতে মুক্তিযুদ্ধ-স্বাধীনতা বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় সেই অপশক্তিই ভাস্কর্য ইস্যুকে সামনে এনে এখন দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদক মন্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সদস্য প্রদীপ ভট্টাচার্য, উজ্জ্বল শিকদার ও অমিতাভ সেন প্রমুখ।
চান্দগাঁও থানা ছাত্রলীগ : চান্দগাঁও থানা ছাত্রলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ চান্দগাঁও থানা ছাত্রলীগ সভাপতি মো. নুরুন নবী সাহেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহীদুল আলম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পুরাতন চান্দগাঁও থানা থেকে শুরু করে বদ্দারহাট মোড়ে এসে মিছিলটি শেষ হয়। এতো আরো উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, নুর মোহাম্মাদ চানু, সাখাওয়াত হোসেন অভি, সাজ্জাদ আলম, সাগার দাশ, মো. মাসুম জুনাইদ হোসেন, মিনহাজ উদ্দিন জোমন।