আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নন্দনকানন মন্দিরে ২৬ তম বিভাগীয় জগন্নাথদেবের রথযাত্র উপলক্ষ্যে প্রস্তুতি সভা নন্দনকানন ২নং গলি গৌর নিতাই আশ্রমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম সম্পাদক সুব্রত পাল। তিনি বলেন, রথযাত্রার মহোৎসবে সরকারের পক্ষ থেকে বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নোবেল চাকমা, বীর মুক্তিযুদ্ধা গৌরাঙ্গ দে, উত্তম শর্মা, বিপ্লব কুমার চৌধুরী, সুমন চৌধুরী, লায়ন সন্তোষ কুমার চৌধুরী, সন্তোষ দাশগুপ্ত, অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, সুবলসখা দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী প্রমুখ। এবারের রথযাত্রায় চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের সুনামধন্য ২৯টি কলেজ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ অংশ নিবে বিভিন্ন পৌরাণিক সাজে সজ্জিত হয়ে। এছাড়াও প্রায় ১৫৫টির বেশী সংঘটন তাদের নিজস্ব ব্যানারে অংশগ্রহণ করবে।
ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির : বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। গতকাল শুক্রবার ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের রথযাত্রার প্রস্তুতিমূলক সম্মেলন, বিভিন্ন মঠ–মন্দির ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী। স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার, দেবাশীষ আচার্য্য, দারুব্রহ্ম দাস ব্রহ্মচারী, রুপেশ্বর গৌরাঙ্গ দাস। এ সময় বক্তব্য রাখেন কুশল বরণ চক্রবর্তী, কাঞ্চন আচার্য্য, রুবেল দে, লিংকন তালুকদার, সুমন পাল, অ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, ইঞ্জিনিয়ার রুবেল দাশ, লিপটন দেবনাথ লিপু, জুয়েল আইচ, অজয় দত্ত, সিংহগ্রীব গৌর দাস, কিশোর শ্যাম দাস, উজ্জ্বল লীলাম্বর কৃষ্ণ দাস, পরমানন্দ নিতাই দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।