ধর্মীয় শিক্ষাই উদ্বুদ্ধ করতে পারলেই আদর্শ সমাজ গড়া সম্ভব

ইয়াকুব ভাণ্ডার দরবারে শিশু-কিশোর সমাবেশ

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

পটিয়া হুলাইন ইয়াকুব ভাণ্ডার দরবার শরীফের ৪দিনব্যাপী ওরশ শরীফের কর্মসূচির প্রথম দিবস গতকাল শনিবার দিনব্যাপী কেরাত, হাম্‌দ, নাত ও শিশুকিশোর সমাবেশ দরবারের সজ্জাদানশীন শাহসুফী ফরিদ আহমদ আল কাদেরী মাইজভাণ্ডারীর সভাপতিত্বে শাহ ইয়াকুব মঞ্জিলে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী, শাহজাদা নিজামুল করিম সুজন ইয়াকুবী, শাহজাদা ইমরানুল করিম ইয়াকুবী, এ বি এম ছিদ্দিক উল্লাহ ইয়াকুবী।

সভাপতির বক্তব্যে শাহসুফি ফরিদ আহমদ আল কাদেরী মাইজভান্ডারী বলেন, শিশুকিশোরদের ধর্মীয় শিক্ষাই উদ্বুদ্ধ করতে পারলেই আদর্শ সমাজ গড়া সম্ভব।

শিশুদের অপসংস্কৃতি থেকে রক্ষা করতে পবিত্র কোরআনসুন্নাহর দীক্ষাই উদ্বুদ্ধ করা ছাড়া বিকল্প নেই। অন্যায় অসত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া না গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে যাবে।

শেষে দেশজাতি ও মানবতার কল্যাণে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসায় পুরস্কার বিতরণ