ধর্মীয় চর্চা আলোকিত মানুষ হতে সাহায্য করে

ইস্‌কনের অন্নকূট উৎসবে বক্তারা

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৫৬ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, ধর্মীয় চর্চা মানুষের মনকে পরিশুদ্ধ করে, আলোকিত মানুষ হতে সাহায্য করে, কুসংস্কার হতে দূরে রাখে। ধর্মীয় অনুশাসন মেনে চললে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি দূরীভূত হয়, মানুষে মানুষে ভেদাভেদ থাকে না। গতকাল বুধবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্‌কন) চট্টগ্রাম আয়োজিত নন্দনকানন রাধামাধব মন্দিরে অন্নকূট উৎসব ও ইস্‌কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তিরোভাব তিথিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এতে উদ্বোধকের বক্তব্যে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন- ধর্মের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলাম কখনোই সমর্থন করে না, ইসলাম শান্তির ধর্ম, বিশ্ব মানবতার প্রতীক। অন্নকূট উৎসবে আশির্বাদক ছিলেন ইস্‌কন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শ্রীল ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীল ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, পুন্ডরীক ধামের অধ্যক্ষ ও চট্টগ্রাম ইস্‌কনের বিভাগীয় সম্পাদক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। নন্দকানন ইস্‌কন মন্দিরের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, তারণ নিত্যানন্দ দাস, মুকুন্দ ভক্তি দাস, সুমন চৌধুরী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী, শেষরূপ দাস ব্রহ্মচারী, জগনানন্দ দাস ব্রহ্মচারী, রূপানুগ অনুপম দাস ব্রহ্মচারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী সংসদের শ্রদ্ধাঞ্জলি