ধর্মবোধ মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে

সীতাকুণ্ড শঙ্কর মঠের উৎসবে আসলাম চৌধুরী

| শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী বলেছেন, শুধু শ্রীমদ্ভগবদগীতা নয়, প্রত্যেক ধর্মে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। সমাজ ও দেশকে আলোকিত করতে হলে ধর্ম সম্পর্কে জানতে হবে। অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে মানব কল্যাণে এগিয়ে আসতে হবে। কারণ ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়অনাচার দূরীভূত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬তম আবির্ভাব উৎসবের ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ শঙ্কর মঠে বসে সুদীর্ঘ ৮০ বছর ধরে নিরলসভাবে গীতা প্রচার করে গেছেন। বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তের সনাতন ধর্মাবলম্বীদের তিনি গীতামুখী করার চেষ্টা করেছেন। নিষ্কাম কর্ম ও অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতার শিক্ষা। গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।

শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও মঠের সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় মহাসম্মেলনের উদ্বোধক ছিলেন সীতাকুন্ড রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ। বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বামী সজলানন্দ গিরি মহারাজ, জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, শঙ্কর মঠের কর্মকর্তা সুলাল কান্তি চৌধুরী, সমীর কান্তি পাল, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার মল্লিক, লায়ন সন্তোষ কুমার নন্দী, সাংবাদিক রনজিত কুমার শীল, লায়ন দিলীপ শীল, অজিত কুমার শীল, প্রকৌশলী অমল মিত্র, বাসুদেব দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর গাউসিয়া কমিটির সকল থানা কমিটি বিলুপ্ত
পরবর্তী নিবন্ধনারী উদ্যোক্তাদের জন্য সঠিক পরিবেশ তৈরি করতে হবে