চট্টগ্রাম শহরের বসবাসরত সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নবাসীর সংগঠন ধর্মপুর সমিতি-চট্টগ্রামের এক আলোচনা সভা গত ১৬ নভেম্বর সংগঠনের অস্থায়ী কার্যালয় টেরিবাজার দুদুুমিয়া মার্কেটের দ্বিতীয় তলায় সমিতির সভাপতি হাজী নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সালাউদ্দিন লিটনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব এম.এ. ছফা চৌধুরী।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সংগঠনের ট্রেজারার আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য মোঃ আবদুল কাইয়ুম, জাহেদ, আবদুর রহমান প্রমুখ। সভায় সমিতির আয় ব্যয়ের হিসাব উত্থাপন করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য মরহুম আবু তৈয়ব স্মরণে দোয়া মাহফিল ও প্রতিবারের মতো এবারও প্রাথমিক বৃত্তি প্রদান সম্পর্কে সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি