ধর্মঘটে মুখ থুবড়ে পড়েছে বন্দরসহ আমদানি রপ্তানি বাণিজ্যের কার্যক্রম

হাসান আকবর | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি পণ্য পরিবহন। চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার পরিবহন বন্ধের পাশাপাশি জাহাজের কন্টেনার হ্যান্ডলিং বন্ধ হয়ে পড়েছে।

১৫ দফা দাবি আদায়ে ট্রাক-কাভার্ডভ্যানে ৭২ ঘণ্টার কর্মবিরতি আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি ধর্মঘটের ডাক দিলেও প্রাইমমুভার মালিক সমিতিও এতে সমর্থন দেয়।

ফলে আজ ভোর থেকে বন্দর থেকে বন্দরের জাহাজ থেকে কন্টেনার উঠানো-নামানো, আইসিডিতে পণ্য আনা নেয়া, কারখানা থেকে পণ্য পরিবহন পরিবহন বন্ধ হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু কন্যা সিআরবিতে হাসপাতাল করতে দেবেন না
পরবর্তী নিবন্ধবগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ