ধর্মঘটে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৪:০৫ অপরাহ্ণ

কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট চলছে। ফলে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার এবং আমদানি পণ্যবাহী যান চলাচল বন্ধ আছে।

বেসরকারি ডিপো থেকে বন্দরে আসছেনা কোনো রপ্তানি পণ্য এবং আমদানি পণ্যবোঝাই কনটেইনারও বন্দর থেকে ডিপোতে আসেনি। এর ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে।

নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকারঘোষিত মজুরি প্রদানের দাবিতে চলছে প্রাইমমুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের এই ধর্মঘট। সমস্যা সমাধানে চেষ্টা অব্যহত আছে বলে জানিয়েছে বন্দর কতৃপক্ষ।

এর আগে একাধিকবার ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি। ২১ কে অক্টোবর এসব দাবিতে ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি। তবে ৩৪ ঘন্টা পর স্থগিত করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরিমান্ড না মঞ্জুর, ৬ মামলায় কারাগারে চসিকের সাবেক কাউন্সিলর ডিউক
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পল্টন ট্র্যাজেডি দিবসে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল