আমাকে আমার কাজ করতে দিন এতে ধর্মকে টেনে আনবেন না! কথায় কথায় শুধু ধর্ম। জ্বী প্রায়শ অনেক ধার্মিককে এরকম কথার সম্মুখীন হতে হয়। এখন প্রশ্ন ধর্ম বড় না কর্ম বড়? এই প্রশ্নের উত্তর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় দিতে চাই, তিনি বলেন, ধর্মে যে ব্যক্তি পূর্ণপ্রতিষ্ঠিত হয়নি, তাঁর কর্ম ক্ষেত্রে প্রবেশের কোন অধিকারই নেই তার মানে বুঝা গেলো ধর্মই বড়। আর হ্যাঁ, ধর্মকে ‘টেনে আনার’ কিছুই নেই আমাদের জীবনের সব ক্ষেত্রে ধর্ম স্বমহিমায় উপস্থিত। জীবনের সকল ক্ষেত্রে ধর্ম প্রযোজ্য। ‘আমার কর্ম আমাকে করতে দিন এতে ধর্মকে টেনে আনবেন না’ এ ধরনের কথা বলে কর্মকে প্রাধান্য দিতে গিয়ে ধর্মকে এরা সস্তা প্রমাণিত করতে চায় এবং ধার্মিকদেরকে ধর্মচ্যুত করতে চায়। তাই তাঁদের উদ্দেশ্যে নজরুলের সাথে সুর মিলিয়ে বলি, এ জাতীয় কথাবার্তা বলে ধার্মিকদেরকে ধর্ম থেকে আশ্রয়চ্যুত করার অধিকার কারোর নেই। এ অধিকারচ্যুত যারা করতে চায় মূলত তারা মানবের শত্রু, কল্যাণের শত্রু এবং শান্তির শত্রু।