ধর্ম হয় ক্ষমাতে

ঊর্মি বড়ুয়া | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ধর্ম নয় গলার জোরে

ধর্ম নয় পোশাকে

ধর্ম বলে না অর্থের জোরে

গোখরো সাপ পোষা কে।

ধর্ম নয় ইটের দেওয়ালে

ধর্ম নয় রাস্তায়

ধর্ম নয় মুখের চোয়ালে

ধর্ম হয় আস্থায়।

ধর্ম নয় কাগজ পত্রে

ধর্ম নয় প্রাচীরে

সঠিক কর্ম আকড়ে ধরে

আমরা সবাই বাঁচি রে।

ধর্ম নয় ব্যয় বাড়াতে

ধর্ম নয় জমাতে

ধর্ম নয় ভেদাভেদে

ধর্ম হয় ক্ষমাতে।

পূর্ববর্তী নিবন্ধপুরস্কার প্রাপ্তি লেখককে লেখালেখিতে উৎসাহিত করে
পরবর্তী নিবন্ধহাদি হত্যাকাণ্ড, গণতন্ত্র ও নির্বাচন : প্রাসঙ্গিক কিছু কথা