ধর্ম প্রতিমন্ত্রীর সাথে মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডারের মতবিনিময়

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২০ পূর্বাহ্ণ

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপির সাথে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। শুরুতে প্রতিমন্ত্রীর হাতে মহান মুক্তিযুদ্ধের বই তুলে দেয়া হয়। সরকারের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি বছর প্রত্যেক জেলা থেকে কমপক্ষে দু’জন বীর মুক্তিযোদ্ধাকে বিনা খরচে হজ্বে প্রেরণের জন্য কমান্ডার মোজাফফর আহমদ প্রতিমন্ত্রীকে অনুরোধ জানালে তিনি এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব মোঃ আঃ হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব), মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশফিকুল হাসানের শয্যাপাশে আ জ ম নাছির
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে জেলা পরিষদের কম্বল বিতরণ