ধর্ম ও প্রেম জাগ্রত থাকুক সবার মনে প্রাণে

মিতা দাশ | বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ৪:৫০ পূর্বাহ্ণ

ধর্ম হলো সূর্যের মতো। এর আলোতে আলোকিত করে তোলে চারিদিক। সকল অন্ধকার দূর করে দেয়। বিভিন্ন জীবানু ধ্বংস করে সকলকে সুস্থতা দান করে থাকে। আর প্রেম হলো চন্দ্রের মতো। যার শীতলতায় ঠান্ডা ও স্নিগ্ধতায় ভরিয়ে তোলে পৃথিবীকে। সৌন্দর্যে বিমোহিত করে সকল মানুষের মন। রূপের বর্ণনায় অপূর্ব! সূর্যের তেজের কাছে সকলে পরাজিত আবার চন্দ্রের স্নিগ্ধ আলোয় রূপময় চারপাশ। ধরনী হয়ে উঠে মায়াময়। দুই এর প্রয়োজন অপরিহার্য। একটা বাদ দিয়ে আরেকটার মূল্য নিরূপন করা কঠিন।

ধরিত্রীকে ভালো রাখতে, সকলকে ভালো রাখতে চাঁদ ও সূর্য কারো অবদান ছোট করে দেখা যাবে না। তেমনি মানব জীবনেও ভালো মন্দের অবদান অনেক। মন্দ না থাকলে ভালোর এত কদরই হতো না। মন্দ লোক আছে বলেই ভালো চিনতে বা ভালোর মূল্যায়ন করতে সহজ হয়। খারাপের স্থায়িত্ব হয় অল্প সময়ের জন্য আর ভালোর অস্তিত্ব থাকে আজীবন মিশে। ভালো, মন্দের কারণে মানুষ সঠিক পথ চিনতে পারে।

অন্যের কথায় নিজের সত্য যেমন মিথ্যা হয় না,তেমনি অন্যের মিথ্যায় কখনো সত্যি টা মুছে ফেলা যায় না। সত্য থাকুক মনে, সত্য থাকুক জীবনে, ভালো লোকের কারণে শান্তি থাকুক ধরায়। ধর্মে থাকুক বিশ্বাস । খারাপ লোকের খারাপ কাজে সকলের মাঝে আসুক সৎ কাজের প্রতি উদ্যম, শান্তি, স্বস্তি ও কাজের প্রেরণা। এই প্রত্যাশা থাকুক সকলের মনে যেন সবাই ভালো পথ বেছে নিতে পারে। চোর অন্ধকারে চুরি করার কথা যেমন ভুলতে পারে না? তেমনি দিনের আলোতেও হাতের কেরামতি চুপ করে বসে থাকে না। রাতের স্নিগ্ধ সজীবতার পর আসুক উজ্জ্বল আলোর দিন সকলের এই কামনা সর্বত্র। ধর্ম ও প্রেম জাগ্রত থাকুক সবার মনে প্রাণে।

পূর্ববর্তী নিবন্ধমানুষ হওয়া চাই
পরবর্তী নিবন্ধপ্রবাহ