ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৭:৪১ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড.আ ফ ম খালিদ হোসেনের পক্ষ হতে ও নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামের সাতকানিয়ায় অসহায় দুস্থ হতদরিদ্র শীতার্তদের মাঝে ৩০০ শত কম্বল ও উপহার প্যাকেট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর এলাকার মসজিদ মাঠে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার ছোট ভাই নাজিম হোসেন, নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারী ও ধর্ম উপদেষ্টার ছেলে নাঈম আহসান তালহা, জাবিদ আহসান, নুরু আহমদ কালু মেম্বার, মোঃ হামিদ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি নাজিম হোসেন তার বক্তব্যে বলেন, গত ২৮শে ডিসেম্বর হতে শীতার্তদের মাঝে এই উপহার সামগ্রী শুরু হয়। সে সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন। এর পর পর তাঁর নির্দেশনায় মাদার্শা আশ্রয়ন কেন্দ্রে ৩৫০টি পর্যাক্রমে ফ্যামেলি প্যাকেট সহ কম্বল বিতরণ করা হয়।

ধর্ম উপদেষ্টার ছেলে নাঈম আহসান তালহা বলেন, তাদের এই কার্যক্রম চলমান থাকবে। আগামী শুক্রবার কক্সবাজার জেলার তিনটি উপজেলা সহ পটিয়া, চন্দনাইশে এই শীতবস্ত্র বিতরণ করা হবে। তাদের এই উপহার সামগ্রী সকলের কাছে পৌঁছে যাবে বলে তিনি আশাবাদী।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযানে ছয়টি স্কেভেটর জব্দ
পরবর্তী নিবন্ধরাউজানে যন্ত্রতাণ্ডবের ক্ষতবিক্ষত টিলাভূমি, প্রশাসনের অভিযান