‘ধনুক দিয়ে’ বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা

| বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশি শহরে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে ধনুক দিয়ে হত্যা করা হয়েছে। বিবিসি লিখেছে, নিহত তিন নারী বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ও কন্যা। নিহতরা হলেনজন হান্টের ৬১ বছর বয়সি স্ত্রী ক্যারল হান্ট এবং তার দুই মেয়ে ২৮ বছর বয়সি হান্নাহ হান্ট ও ২৫ বছর বয়সি লুইস হান্ট। ট্রিপল মার্ডার ঘিরে হান্টের পরিবার এবং তার কর্মস্থল বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর বিডিনিউজের।

বিবিসি রেসিং কমেন্টেটর হিসেবে ৩০ বছরের বেশি সময় চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম ও রেসিং সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা বেশ উচ্চ।

সন্দেহভাজন হত্যাকারী হিসেবে কাইল ক্লিফোর্ড নামে এক ব্যক্তিকে শনাক্ত করে যুক্তরাজ্যের পুলিশ। ২৬ বছর বয়সি ক্লিফোর্ড এনফিল্ড শহরের বাসিন্দা, যিনি ব্রিটিশ সেনাবাহিনীতে কিছু দিন কাজ করেছিলেন বলে বিবিসির কাছে তথ্য এসেছে।

পূর্ববর্তী নিবন্ধনেটো আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী : বাইডেন
পরবর্তী নিবন্ধআবুল খায়ের