দুর্বল প্রাণে সাহসের দূত চেতনার তুমি ফুল,
সাম্যবাদের বাজাও বাঁশরী কাঁপাও মর্মমূল!
অগ্নিবীণায় সুর বাজে তার বিদ্রোহে জাগে প্রাণ,
মানুষকে তুলো সবার উর্ধ্বে সমতার গাও গান।
অত্যাচারের বিরুদ্ধে গাও শিকল ভাঙার গীত,
কলমে তোমার দ্রোহের আগুন নড়ে ব্রিটিশের ভিত।
কুলি–মজুরের কষ্টে তোমার চোখ ফেটে আসে জল!
যোগাও সাহস রুখো অন্যায় অন্তরে দাও বল।
পরাধীনতার ভাঙো জিঞ্জির জাগাও মনন ও বোধ,
বিপ্লবে দাও আলোকের ঘ্রাণ প্রেরণায় দাও রোদ।