দ্রুতগতির ট্রাক ২০ ফুট দূরে টেনে হিঁচড়ে নিয়ে গেল বৃদ্ধকে

ঘটনাস্থলেই মৃৃত্যু

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ায় দ্রুতগতির ড্রাম ট্রাক কেড়ে নিল মাওলানা নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪) নামের এক বৃদ্ধের প্রাণ। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা গেইট সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন মোজাদ্দেদী ওই এলাকার মরহুম মাওলানা মুছা মোজাদ্দেদী (রঃ) এর বড় ছেলে। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে শাহ্‌চান্দ আউলিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও শিক্ষক মাওলানা এস এম বোরহান উদ্দিন জানান, নুরুল আমিন মোজাদ্দেদী সকালে চুল কাটতে মাদ্রাসার সামনে একটি সেলুনে যান। সেলুন থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক ওনাকে ধাক্কা দিয়ে প্রায় ২০ ফুট দূরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে মাদ্রাসা এলাকায় পিতার পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় ওনার মরদেহ কোন প্রকার ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়।

এদিকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল বিকেলে শাহচান্দ আউলিয়া মাজার গেইট সম্মুখে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নত ওয়াল জামাত নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কে ৭ বছর সাজা
পরবর্তী নিবন্ধসংস্কার সুপারিশের ১২০টির বিষয়ে হ্যাঁ, ৪২ প্রস্তাবে একমত নয় এলডিপি