দ্রুত রাস্তা সংস্কার চাই

| বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:০১ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরীণ একাধিক রাস্তার সংস্কার কাজ চলমান। দীর্ঘদিন যাবৎ কাজ চললেও কাজের দৃশ্যত কোনো উন্নতি নেই। ইতোমধ্যে বেশ কিছু সড়ক চলাচলে উপযোগিতা হারিয়েছে। তন্মধ্যে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় থেকে ফার্স্ট গেট পর্যন্ত রাস্তাটি, যা ক্যাম্পাসের অন্যতম প্রধান একটি সড়ক। ক্যাম্পাসের পশ্চিম পাশের তিনটি হলের শিক্ষার্থীরা এই রাস্তা সবচেয়ে বেশি ব্যবহার করেন। টিউশন বা অন্যান্য যেকোনো কাজে ময়মনসিংহ শহরে যেতে এই রাস্তা হয়ে যাতায়াত করে, কিন্তু রাস্তা খারাপ হওয়ায় ছাত্ররা বাধ্য হয়ে ফার্স্ট গেট থেকে শেষমোড় পর্যন্ত রাস্তাটি ব্যবহার করতে হয়। এজন্য ক্ষেত্রবিশেষ অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়। এছাড়া এই রাস্তাটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা) শিক্ষার্থীদের একমাত্র যোগাযোগের উপায়। এজন্য আসা যাওয়ার পথে তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, ক্যাম্পাসের পাশের কয়েকটি এলাকার মানুষদেরও শহরে যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার করতে হয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় অসুস্থ, রোগী, বয়স্ক ও গর্ভবতী মহিলারা। তাই যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা প্রয়োজন। এমতাবস্তায় রাস্তা সংস্কার কার্যক্রম দ্রুততর করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সুমন গাজী

শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

পূর্ববর্তী নিবন্ধআমার পথচলা
পরবর্তী নিবন্ধফ্রান্সিস থম্পসন : রহস্যবাদী ইংরেজ কবি