দ্রুত মনোনয়ন প্রত্যাহার না করলে আ. লীগের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে

বাঁশখালীতে বিদ্রোহীদের হুশিয়ারী

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল বুধবার বিকেলে নিজস্ব কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছলে উদ্দিন মনসুর, শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী মহিউদ্দিন চৌধুরী খোকা, প্রচার সম্পাদক সরোয়ার কামাল, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, বাঁশখালী পৌর মেয়র এসএম তোফাইল বিন হোছাইন, নৌকা মনোনিত চেয়ারম্যান প্রার্থী রশিদ আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, তাজুল ইসলাম, মুজিবুল হক চৌধুরী, মো. কফিল উদ্দিন, মো. ইয়াছিন সিকদার, মুজিবুর রহমান, মো. জসীম হায়দার, জাকের হোসেন চৌধুরী বাচ্চু, কায়েশ সরোয়ার সুমন, শিহাব উল হক সিকদার, ইবনে আমিন ও বোরহান উদ্দিন মো. নওয়াজ। সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বাঁশখালীতে আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তারই প্রতিফলন আজকের এ সমাবেশ।

তিনি দলকে আরো সংগঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ইউপি নির্বাচনে বিদ্রোহীদের উদ্দেশে মফিজুর রহমান বলেন, যদি আওয়ামী লীগ করতে চান তাহলে কালকের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেন নিন। নাহলে চিরদিনের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাবে। যারা বাঁশখালীর বিভিন্ন দপ্তর পুড়িয়ে তছনছ করেছিল তাদের নির্বাচিত করবেন না। তিনি বলেন, তৃণমূল আওয়ামী লীগের শক্তি, তাদের অবহেলা করবেন না। তারা কিছু পাক বা না পাক তাদের অন্তত ভালোবাসা দিন।

পূর্ববর্তী নিবন্ধএভারকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জিল্লুর রহমান এখন চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধদুই হাজার মিটার জাল, ১০টি বড়শি ও ডিঙি নৌকা জব্দ