বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, আপানারা বিপ্লবী সরকার নন, রেগুলার সরকারও নন, আপনারা অন্তর্বর্তী সরকার। আপনাদের কাজ হচ্ছে দ্রুততার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অন্যথায় যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেই গণঅভ্যুত্থানের চেতনা প্রশ্নবিদ্ধ হবে। গতকাল শনিবার চট্টগ্রাম রেলস্টেশন চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন জনগণের হাতে দ্রুততার সাথে ক্ষমতা ফিরিয়ে দেয়ার কাজ শুরু করুন। অনতিবিলম্বে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। জনজীবনে শান্তি ফিরিয়ে আনুন, জিনিসপত্রের দাম সহনীয় করুন। আমাদের দেশবাসী ভোটবঞ্চিত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, এটা আপনার অন্যতম ম্যান্ডেট। তার মানে হঠাৎ করে একটা নির্বাচন নয়, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে তারপর নির্বাচন দেন। সরকারের উদ্দেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, কাজ ঠিকঠাক করুন, আমাদের সহযোগিতা পাবেন, জনগণের সহযোগিতা পাবেন। কিন্তু কাজ না করে অহেতুক বিতর্ক তৈরি করবেন না, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করবেন না, শহিদের রক্তকে কলুষিত করবেন না। আজ কেন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন ওঠে, কেন বাহাত্তরের সংবিধান নিয়ে প্রশ্ন তোলেন? আওয়ামী লীগ তার স্বৈরাচারি ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, আমরা সেটা মানি না। মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন, আমরা সেটাকে প্রশ্নবিদ্ধ করতে দেব না। বাহাত্তরের সংবিধান আমাদের আরেকটা অর্জন, সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে দেব না।
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, ফরিদুল আলম, দক্ষিণ জেলা সিপিবির সভাপতি কানাই লাল দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী। সমাবেশ শেষে মিছিল নগরীর পুরাতন রেলস্টেশন, নিউমার্কেট, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা হয়ে চেরাগি পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।