দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি সুজনের

প্রবাসীদের টিকা নিয়ে জটিলতা

| বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:১৮ পূর্বাহ্ণ

ছুটিতে দেশে আসা প্রবাসীদের করোনাভাইরাসের টিকা গ্রহণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। বিদেশ যাত্রা অনিশ্চিত হওয়ার আগেই সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান। এসময় তিনি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত টিকাই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করে দেশের সকল মানুষকে পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসার জন্য প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের ছুটিতে দেশে এসে নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আগে করোনার দুই ডোজ টিকাসহ সনদ প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে স্ব স্ব দেশের সরকার। ইতিমধ্যে প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার কথা থাকলেও নানাভাবে জটিলতার সম্মুখীন হচ্ছেন তারা।
তিনি বলেন, টিকা প্রদানে জটিলতার কারণে ছুটিতে আসা প্রবাসীদের বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এভাবে দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত থাকলে জনশক্তি নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হতে পারে। তাই যেকোনো মূল্যে দেশে ছুটিতে আসা প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাড়ির চেসিস ও স্টিয়ারিংয়ের ভেতর ইয়াবা
পরবর্তী নিবন্ধছুটিতে আসা হাজারো প্রবাসীর বিক্ষোভ