মহামারির করালগ্রাসে ২০২০ সালের ১৭ মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি বন্ধ ঘোষণা করে। এতে বিগত দেড়বছরেরও বেশি সময় ধরে হল, ক্যাম্পাস, ক্যান্টিন বন্ধ থাকে। চলমান সেপ্টেম্বর থেকে বিভিন্ন বর্ষের স্থগিত পরীক্ষা ও নতুন বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করায় শিক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে পরীক্ষা দেয়ার জন্য আসে। এছাড়া হল বন্ধ থাকায় শিক্ষার্থীদের বিভিন্ন মেছ, কর্টেজে চড়া মূল্যে থাকতে হচ্ছে।
তার ওপর পহেলা সেপ্টেম্বর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় দোকান সমিতি। যার বর্তমান বাস্তবায়ন চবির আশেপাশে থাকা শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ যেনো ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। তাই এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃ সবুর আহমেদ, শিক্ষার্থী, রাজনীতিবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।