করোনায় দুর্দশাগ্রস্ত গরীব-মধ্যবিত্তের জন্য রেশনব্যবস্থা চালু ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, নারী-শিশু ধর্ষণকারীদের দ্রুত বিচার, রাষ্ট্রীয় পাটকল চালুসহ ১২ দফা দাবিতে গতকাল রোববার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে বাসদ (মার্কসবাদী)। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নিকট স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ, সদস্য ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, দীপা মজুমদার প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনায় দেশের মানুষের জীবন-জীবিকা আজ বিপর্যস্ত। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ২৫টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে দিয়ে ৬০ হাজার শ্রমিককে এক ধাক্কায় বেকার করে দিয়েছে। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, ভূতুড়ে বিদ্যুৎবিলের বোঝা, বর্ধিত পানির বিল-গাড়িভাড়ায় মানুষ আজ দিশাহারা। নেতৃবৃন্দ জনগণের জীবন, জীবিকা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ১২ দফা আশু দাবির ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।