দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুজনের

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

দ্রব্যমূল্য সিন্ডিকেটের কারসাজিতে পড়ে জনগণ অসহায় হয়ে পড়েছে বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হস্তক্ষেপ কামনা করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সুজন বলেন, দেশের অতি ব্যবহৃত ভোগ্যপণ্যগুলো গুটি কয়েক বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিকট জিম্মি হয়ে পড়েছে। তারাই সিন্ডিকেট করে পণ্য আমদানি করে এবং ইচ্ছেমতো দাম নির্ধারণ করে। ফলত কয়দিন পর পর বিভিন্ন পণ্যের দাম বাড়তে থাকে। আর প্রায়শই ভোগ্যপণ্য বৃদ্ধির মাশুল গুণতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। এভাবে দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলত অসহায় হয়ে পড়েছে জনগণ।
সুজন বলেন, আসন্ন রমজানের পূর্বেই কায়দা করে রমজানে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এখন থেকেই বৃদ্ধি করা হচ্ছে। রমজানে সরকারের বিভিন্ন সংস্থার তদারকি এবং ভ্রাম্যমান আদালতের নজরদারি থাকে বিধায় তারা আগেভাগেই দাম বৃদ্ধি করে তাদের আখের গোছাতে শুরু করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটিয়া শাখার এটিএম বুথ উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ