নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা যুবদল।
আজ রবিবার (১৩ মার্চ) দুপুরে জেলা যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়বাদী যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহ সাধারণ সম্পাদক মো. শাহেদ।
সমাবেশে জেলা ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এদেশের সাধারণ জনগণকে লুটেরাদের হাত থেকে রক্ষা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।
এর আগে জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিল বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়।